এই বিশ্বস্ততা অর্জিত হয়েছে গ্রাহক সেবা,পণ্যের সেরা মান নিশ্চিতকরণ,পণ্যের রিটার্ণ পলিসি,পণ্যের মান,সবার থেকে ভিন্ন কিছু তৈরী ও সেবার মাধ্যমে!কুষ্টিয়া সুইটস এর যাত্রা অতিবাহিত হয়।
বিগত তিন বছর আগে 2017 সালের 01 জুন থেকে,সেই ধারা-বাহিকতায় আজকে সবার পছন্দের এক অন-লাইন সুইটস KushtiaSweets.com
শুধুমাত্র প্রি-অর্ডারের ভিত্তিতে পণ্যে তৈরী করে গ্রাহকের নিকট হোম ডেলিভারি পর্যন্ত সকল কার্যক্রম আমরা নিজ তত্বাবধায়নে করে থাকি।
পণ্যের মান বরাবরই গ্রাহক মতামতের উপর নির্ভর করে গুনগত মান ঠিক রাখা হয়,কুষ্টিয়ার মিষ্টি,সরিষার তেল,মধু, ঘি,আম,গুড়,পাটালি ইত্যাদিসহ নানা প্রাকৃতিক ফলসমূহের সেবা আমরা নিজ তত্বাবধায়নে করে থাকি।